নির্বাসন
সাবরিনা জাহান সুমি
কিছু মানুষ ইচ্ছে করেই নির্বাসিত হয়।
সব থাকে,সবাই থাকে তবুও নির্বাসিত হয়।
নির্বাসিত হয় কিছু প্রয়োজনে,বেহিসাবি কতগুলো দিনের জন্য
কতগুলো অর্জন-উপার্জনে।
নির্বাসিত হয় নিদ্রার সুখ থেকে,
প্রিয় দুটো চোখ,চেনা অনুভূতি,
কতগুলো কোমল স্পর্শ,দরদ মাখা আদর!
সময়গুলো সারাক্ষণ বিতাড়িত হয়,ঠেলে পাঠানো হয় একেকটা দিন যতো দ্রুত পারে চলে যাক।
সময়ের বিনিময়ে চলে অর্থ কেনাবেচা।
সময় যত অতিবাহিত হয় ততো অর্থ,পূর্ণ তহবিল!
সময় বেঁচে থাকে ধাতব মুদ্রার জন্য-
কর্তব্যের ভারে কোণঠাসা হয়ে।
অগণিত গিরিখাত,নীতির বেড়াজালে আড়ষ্ট জীবন,
দায়িত্বের ঘূর্ণিপাকে পতন হওয়া প্রতিভাগুলো
একরাশ অন্ধকারে এপাশ ওপাশ করেও একা,
চতুর্দিকে কত হৃদয়গ্রাহী হাহাকার,পাথর হৃদয়ে ডুকরে ওঠা আকুতি সবই এর চরণচারী।
কতগুলো মানুষ দায়িত্ব পালনেই বিরাজমান,নির্বাসনই সৃষ্টির লক্ষ্য।
বাস্তবতার ধ্বংসস্তুপ থেকে একরাশ ক্লান্তি ঝেড়ে হয়তো ফেরা হবেনা,হবে শুধু ব্যর্থতা চেয়ে দেখা।
সময়টাই এখন মৃত্যুপূরীর মতন এতো এতো আশা,স্বপ্ন,আলোর পথ সব নিষ্প্রাণ হতাশার স্মরণিকা।