মানবতার কবিতা।ধর্ম বিরোধী কবিতা।সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা।১৮+ কবিতা।বিদ্রোহী কবিতা

সেরা কবিতা আপনাদের মাঝে তুলে ধরা হলো:


জাতে জাতে জাতা-জাতি কবে হবে শেষ?
- ফাইয়াজ ইসলাম ফাহিম


জাতে জাতে জাতা-জাতি কবে হবে শেষ
কবে কমবে জাত নামক বিভক্তির তেজ?
আমরা মানুষ আমাদের আবার জাত হয়
জাতের ফাঁদে পড়ে মানুষের আমিত্ব ক্ষয়।

আমরা মানুষ, জাত নিয়ে কিসে করি দম্ভ
জাত মানুষের মাঝে বিভক্তির ভূমিকম্প।
জাতের সিল নিয়ে এসেছি কি এই ধরায়
তবে কেন জাত-পাত মানুষ কে পোড়ায়?

আমরা মানুষ জাত-পাত কবে যাবো ভুলে
জাত-পাত নাই মানুষ সৃষ্টির মূলে,
জাত-পাত দ্বন্দ্ব বাড়ায় মনুষ্যত্বের গন্ধ তাড়ায়
জাত-পাতের লড়াই শেষ হবে কবে
জাত-পাতে থাকলে মানুষ শান্তি কভু নাহি পাবে।

জাত-পাতে মানুষের হয় না শুদ্ধি
জাত-পাত খায় মানুষের বুদ্ধি,
জাত-পাত যতদিন থাকবে মানুষের মাঝে
মানুষ ততদিন মানুষ নয় মানুষ হলো বাজে.....

২.

ধর্ম মানুষ খায় জানে না কেউ
- ফাইয়াজ ইসলাম ফাহিম


ধর্ম মানুষ খায় জানে না কেউ
ধর্মের জন্য লড়ছি করছি ঘেউ ঘেউ,
এ ধর্ম সে ধর্ম কত যে ধর্ম
কোন ধর্ম বুঝেছে কি শান্তির মর্ম।

ধর্ম মানে উগ্রতা
ধর্ম মানে বর্বর'র সঙ্গী,
ধর্ম মানে শান্তির লয়
ধর্ম মানে মানুষের ক্ষয়।

ধর্ম যদি না থাকতো
থাকতো না কোন বিভেদ,
ধর্মের পক্ষে লড়ি
মানুষ মারি একে-অপরের বক্ষ করি ছেদ।


ধর্ম ভুলে মানুষ হও
ধর্ম নয় মানুষের নয়,
ধর্ম ভুলে এক সাথে চলো
মনুষ্যত্বের হবে জয়।

৩.

ধর্ম দূর্নীতির বিজ্ঞাপন
- ফাইয়াজ ইসলাম ফাহিম


ধর্ম কই
ধর্ম কে পাচ্ছি না খুঁজে,
ধর্ম দূর্নীতির বিজ্ঞাপন
আমার মন তাই বোঝে?

ধর্ম কে এখন করি ডর
ধর্ম মানুষ থেকে মনুষ্যত্ব কে করছে পর,
ধর্মের খোলসে চলছে দূর্নীতি
ধর্মান্ধরা না খেয়ে থাকে ধার্মিক গুরু করে উন্নতি।

ধর্ম কে ব্যবহার করে
নিজের ঝোলা করে পূর্ণ
হাজী বেনজির হাজি মতিউর
দেশটা করলো শূন্য।


ধর্মের ছায়ায় চলছে
সকল অকাজ,
যে ধার্মিক
তার মাথায় এখন শয়তানের তাজ....


৪.বাউল নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম


মোল্লারা ধর্ম নিয়ে থাক
বাউল নিয়ে ক্যান,
বাউল কি খেয়েছে
মোল্লার সকল জ্ঞান?

নবী করিম (সাঃ)
বলছে কি বির্ধমীদের প্রাণ করতে হরণ,
মোল্লারা কি জানে বির্ধমী মারা
মুসলিম আইনে বারণ।

মোল্লারা ভালো হয়ে যা
ধর্ম নিয়ে করিস না খেলা,
বাউল কি খেয়েছে
তোমার ধর্মের আলা?

মোল্লারা তোরা তোদের নিয়ম মেনে চল
জিহাদের নামে মানুষ কে করিস না কতল,
বাউল মানবধর্মের প্রতিচ্ছবি
মোল্লা তুই ধর্ম ছাড় তুই বাউল হলে মানুষ হবি....

৫.

মোল্লাতন্ত্র
ফাইয়াজ ইসলাম ফাহিম



মোল্লাগো মোল্লাগিরি আর লাগে না ভালো
মোল্লা দেশটারে ধর্মের আগুনে পুড়ে খাইলো,
মোল্লা ব্যাটারা ধর্ম কে করছে শেষ
ধর্ম এখন অসুস্থ ধর্মে নেই আর মনুষ্যত্বের বেজ।

মোল্লা ব্যাটারা যখন তখন শোনায় ধর্মের বাণী
নিজেরাই লেজেগোবরে ফতোয়া নিয়ে করে হানাহানি।

মোল্লারা দেশটারে করলো মেধা শূন্য
তিড়িং বিড়িং ফতোয়া দিয়ে নিজের পেট করে পূর্ণ।


মোল্লারা বাংলাদেশ কে বানাতে চায় তালেবান
বক্তৃতায়,ফতোয়ায় দেখা যায় আফগানি টান,
মোল্লা ব্যাটারা নারীদের স্বাধীনতা নিচ্ছে কেড়ে
নানান ফতোয়া দিয়ে বোরকা জেলে বন্দি করে।

মোল্লারা তিন-চারটা বিয়া করে রাতে বউয়ের পাছায় বাজায় তবলা,
নারীদের সর্বদা অবহেলা করে নারী নাকি অবলা?


মোল্লারা নারীর বুকের পাহাড় গোল্লা খেতে করে পছন্দ,
আর সেই নারীদের স্বাধীনতা রুখতে করে মিছিল-মিটিং দ্বন্দ্ব।

মোল্লাদের কথায় ওঠবস কবে বন্ধ করবে সরকার
এভাবে মোল্লাতন্ত্র চললে নারী হবে মোল্লার খাবার....



6/30/24 5:15 PM





৬.
সবাই কে ধার্মিক হতে দেখলাম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সবাই কে ধার্মিক হতে দেখলাম
কাউকে মানুষ হতে দেখলাম না।
ধার্মিক হলে নাকি স্বর্গ পাওয়া যায়
জিহাদি হলে নাকি স্বর্গ নিশ্চিত।
নিজ ধর্ম কে শ্রেষ্ঠ বানাতে লড়াই চলছে
কখনো হিন্দু -মুসলিম লড়াই
কখনো ইহুদি - মুসলিম লড়াই
মানুষ মরছে কেউ আলহামদুলিল্লাহ বলছে
কেউ খুশি হচ্ছে কেউ স্বর্গ পেয়ে বসে আছে।
এ্যাত্ত ধার্মিক দেশে তবুও দেশে ভেজাল
এ্যাত্ত ভেজাল পণ্য কই থেকে আসে?
কেউ ধর্ম ব্যবসা করে হচ্ছে কোটিপতি
কেউ ধর্ম দিয়ে করছে মানুষের ক্ষতি।
শালা মানুষ কই মানুষ খুঁজে পাচ্ছি না।
আজকাল মানুষ মারলে ধর্মের জয়
যে যত মানুষ মারবে
সে ধর্মের তত প্রসার নাকি হয়।
ধর্মের চশমা পরে খুঁজি না ভাল-মন্দ
ধর্ম ধর্ম করে বাড়ই শুধু সংঘাত দ্বন্দ্ব।

৭.

ধর্মের চর্চা বেড়ে গেছে খুব
- ফাইয়াজ ইসলাম ফাহিম


ধর্মের চর্চা বেড়ে গেছে খুব
ধর্মের চর্চায় মানুষের অসুখ।
সব জায়গায় ধর্মের ব্যবহার
হালাল-হারাম সব একাকার।

ধর্মের চর্চায় শুদ্ধি হচ্ছে না
মানুষের মন,
ধর্ম এখন ধর্ম না
মানুষের বেঁচে থাকার বিজ্ঞাপন।


ধর্মের চর্চা হচ্ছে
মানুষ হচ্ছে না ধার্মিক
ধর্ম এখন খেলনা
প্রশ্ন জাগে ধর্ম কি ঠিক?

ধর্ম এখন ক্ষমতার হাতিয়ার
ধর্ম ব্যবসার পুঁজি,
ধার্মিক - ধর্ম কেউ নেই
ধর্ম ঠকানোর পন্থা তা আমি বুঝি....

৮.
আমি ঈশ্বর বিশ্বাসী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি ঈশ্বর বিশ্বাসী
ধর্মে কেন জানি ভয়,
আমার মনে হয়
ধর্মে মনুষ্যত্বের লয়।

আমি ঈশ্বর বিশ্বাসী
ধর্ম নানান শঙ্কা,
ধর্ম শুধু মানুষের মনে
বাঁধায় বিভেদ-ডঙ্কা।

আমি ঈশ্বর বিশ্বাসী
ঈশ্বরের বর পুত্র,
আমি শুধু বুঝি
মানুষের মাঝে ধর্মটাই বিভেদ সূত্র।

আমি ঈশ্বর বিশ্বাসী
আমি খুঁজি না মানুষের জাত,
মানুষ বেঁচে থাকুক মানবতায়
সকল ধর্ম নিপাত যাক.....
৯.

শীল অশ্লীল বলে কিছু নাই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

শীল অশ্লীল বলে কিছু নাই ভাই
মানুষ তার রুচির দাস তাই,
যারা শীল তারাই রাতে অশ্লীল
যারা বোরকা পড়ে শীল হয়
রাতে তারাই অশ্লীল ভয়।

যারা টুপি পড়ে
দিনে সাজে দরবেশ,
রাতে তারাই বউ নিয়ে খেলে
ঠাপ ঠাপ বেশ!

শীল - অশ্লীল নিয়ে
কেন এ্যাত্ত উত্তাপ!
দিনে শীল রাতে অশ্লীল হয়ে
যৌবন খেলা খেলে করছি না পাপ?

১০.
অশ্লীল কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

অশ্লীল কবিতা
চটি কবিতা
নষ্ট কবিতা
বলে উপহাস করো না
হে জনগণ।

অশ্লীল না থাকলে
ভালো থাকে কি
তোমার মন?

প্রেম কি অশ্লীলতা নেই?
বিবাহে কি অশ্লীলতা নেই?
প্রেম ভালবাসা অশ্লীলতার মোড়ক
অশ্লীলতা প্রেম ভালবাসার মহাসড়ক।

অশ্লীল বলে গালি দেস না ভাই
অশ্লীল ছাড়া কোন মানুষ নাই,
কারো অশ্লীলতা থাকে টুপির খোপরে
কারো অশ্লীলতা লুকিয়ে বোরকা বা কাপড়ে।

তুমি আমি সবাই অশ্লীলতার কাস্টমার
অশ্লীলতা বাড়ায় ভালবাসার ধার,
মুখে যত বলি অশ্লীল করি ঘৃর্ণা
ততই বাঁচি না অশ্লীল বিনা।

অশ্লীল ছাড়া হয় না কোন আনন্দ
অশ্লীল ছাড়া ভালবাসায় দ্বন্দ্ব।
অশ্লীল সুখ-শান্তি'র বাপ
অশ্লীল ছাড়া মনে কি ছড়ায়
ভালবাসার তাপ?


06/07/2023

১১.
এদেশে এ্যাত্ত ধার্মিক তবে ভেজাল ক্যান
- ফাইয়াজ ইসলাম ফাহিম

এদেশে এ্যাত্ত ধার্মিক তবে ভেজাল ক্যান
ধর্ম কি খেয়েছে মগজের সকল ভালো জ্ঞান?
এ্যাত্ত ধার্মিক দেশে
তবুও সব পণ্য ভেজালের বেশে।

ধার্মিক দেশে ধর্ম কই
ধর্ম কি ভেজালের সই,
ধার্মিক ধর্মের ছদ্মে
ভাজে ভেজালের খই।

১২.

ধর্ম যদি রাজনীতির হাতিয়ার হয়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম যদি রাজনীতির হাতিয়ার হয়
তবে ধর্মের নয়
মানুষের হবে ক্ষয়,
প্রকৃত পক্ষে ধর্ম দেশ, জাতি,
রাজনীতির জন্য নয়।

ধর্ম নিজের জন্য
মানুষের কাছে শূন্য,
ধর্ম দিয়ে করতে যেও না
মানুষের জীবন পূর্ণ।

ধর্মের যাতায়
মানুষ কে পৃষ্ঠ করো না,
জাত -পাতের দেয়ালে
মানুষ কে বন্দি করো না।

স্বর্গের নেশায়
উন্মাদ হয়ে
মানুষের মাঝে
ধর্মের মেশিনগান চালাও না।

তাতে করে শুধু মানুষের
ধংস হবে,
ধর্মের কিছু হবে না।
মানুষের স্বাধীনতা নিয়ে
খেলা বন্ধ করো।

তুমি মুসলিম,হিন্দু, খ্রিশ্চান,বৌদ্ধ
যে ধর্মের ধার্মিক ব্যক্তি হও না কেন,
নিজ ধর্ম কে সকলের সেরা
বানানোর যুদ্ধে
মানুষ কে মারো না।

মানুষের কোন জাত নেই
মানুষের কোন গোত্র নেই
মানুষের কেন রং নেই
মানুষের কোন ভেদাভেদ নেই
মানুষের পরিচয় রক্ত,চোখ -মুখ, হাত -পা দিয়ে।

হে ধর্ম তুমি দূরে থাকো মানুষ থেকে
মানুষ কে তোমার খাদ্য, বস্ত্র,বাসস্থান, স্বর্গ বানাও না।
তুমি ধর্ম মানুষের থেকে চলে যাও
তবেই মানুষ ভালো থাকবে....

১৩.

কেয়ামত শুধু বাংলাদেশে হয়
- ফাইয়াজ ইসলাম ফাহিম


কেয়ামত শুধু বাংলাদেশে হয়
হয় না কোন দেশে
বাংলাদেশে জন্ম হয়ে
গেছি আমি ফেসে।

বাংলাদেশে মানুষের থেকে
ধর্মের দাম বেশি,
ধর্মান্ধের কান্ড দেখে
পায় শুধু হাসি।

হুজুগের গজবে বাড়ছে
মানুষের মনে উত্তাপ,
এই বুঝি কেয়ামত এসে
সব কিচ্ছু করে ছাপ।

স্রষ্টা কে বিশ্বাস করো
ধর্ম কে নয়,
স্রষ্টা আছে ঠিকই
কিন্তু, ধর্মটা ভয়।

ধর্মের যাঁতাকলে
মানুষের হচ্ছে ক্ষতি,
ধর্ম কি আদৌও
মনুষ্যত্বের বাড়িয়েছে জ্যোতি....?


১৪.
হে ধর্ম তুমি কেন বিভেদের কারিগর
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে ধর্ম তুমি কেন বিভেদের কারিগর
তোমার জন্য কত শত ভালবাসার ভাঙ্গে ঘর,
হে ধর্ম তোমার এ্যাত্ত ঢঙ কেন
জাত - পাতের এ্যাত্ত রঙ কেন?

হে ধর্ম তুমি কেন হলে না প্রেমময়
ধর্মে কেন প্রেমের ক্ষয়?
হে ধর্ম তোর বড়াই কর বন্ধ
ভালবাসার মাঝে হারিয়ে যা
করিস না মেকি দ্বন্দ্ব।

হে ধর্ম তুই মানুষের জন্য করিস না কাজ
তোর নিয়মতন্ত্রে মানুষের মাথায় পড়ে বাজ।
হে ধর্ম মানুষের সঠিক করো দেখভাল
ভ্রান্তনীতি পরিবর্তন করে বিস্তৃত করো ভালবাসার জাল।



১৫.
সৎ মানুষ নেই দেশে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

সৎ মানুষ নেই দেশে
সৎ মানুষের অভাব
সৎ মানুষ ছাড়া চেঞ্জ হবে না
এই দেশের স্বভাব।

সৎ মানুষ গুলো
পাচ্ছে না কোন দাম,
সৎ মানুষ আস্তাকুঁড়ে
নেই তাদের কোন ডাক - নাম।

মন্ত্রী, এমপি,সচিব- টসিব
এ সব জায়গায় অসৎ মানুষ করছে বাস,
কোন কাজ সঠিক হচ্ছে না
অসৎ মানুষরাই করছে রাজ।

সৎ মানুষ গুলো ছোঁয়া
পেলে দেশের হতো উন্নতি,
লাঘব হতো দেশের
যত আছে দূর্গতি।

সৎ মানুষ গুলো হারিয়ে যাচ্ছে
অসৎ মানুষের ভিড়ে,
অসৎ মানুষ দেশ লুঠে
চলে যাচ্ছে দেশ থেকে বহুদূরে।
১৬.
ধর্মের মন্ত্র দিয়ে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্মের মন্ত্র দিয়ে
ফেসবুকে দিচ্ছে
সবাই এড
ধর্মের যা হবার হোক
বাঁচুক তাদের প্যাট।

ধর্মের মন্ত্র দিয়ে
চলছে নানান কাজ,
হারাম - হালাল যাইহোক
ধর্মান্ধের মাথায় ভাঙ্গছে বাজ।


ধর্মের মন্ত্র দিয়ে
ব্যবসা হচ্ছে চাঙ্গা,
পুঁজিবাদীর পুঁজি বাড়ছে
ধর্মান্ধের কপাল হচ্ছে মঙ্গা।

১৭.
নববর্ষ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

নববর্ষ মানুষের মন করে উৎকর্ষ
নববর্ষ পুরাতন স্মৃতি করে ভস্ম,
নববর্ষ শান্তির নিয়ে আসে মাত্রা
নববর্ষ অশান্তির করে শবযাত্রা।

নববর্ষ ধর্মান্ধ অসুরের করে ক্ষয়
নববর্ষ মানুষের  কথা কয়,
নববর্ষ নতুনত্ব করে সঞ্চার
নববর্ষ দূর করে সকল আঁধার।

নববর্ষ ঘুচে সকল জড়া
নববর্ষ রঙিন করে ধরা,
নববর্ষ মনুষ্যত্ব করে পোক্ত
নববর্ষ একতার পথ করে শক্ত।

নববর্ষ অনাচার করে শোষণ
নববর্ষ সঠিক পথে চলার বচন,
নববর্ষ আনন্দের নাম
নববর্ষ বাড়ায় বাঙালির দাম।

১৮.
ধর্ম আজ ব্যবসার নাম
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম আজ ব্যবসার নাম
ধর্মের আজ নেই দাম,
ধর্ম নিয়ে করে খেলা
ধর্ম নিয়ে চলে পদের মেলা।

ধর্ম আজ কুকর্মের সঙ্গী
ধর্মের চেঞ্জ হয়েছে ভঙ্গি,
ধর্ম মানেই এখন পাপ
ধর্ম থাকলেই মানুষ হবে ছাপ।

ধর্ম বলে নাই এখন কিছু
ছোটো না ধর্মের পিছু
ধর্ম আজ লাজে
ধর্ম কলসি ঠন ঠন বাজে

১৯.
লাল টিপ নারীর রূপ বাড়ায়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

লাল টিপ নারীর রূপ বাড়ায়
লাল টিপ ধর্মান্ধ তাড়ায়,
লাল টিপ নারীর যৌবনের আলা
লাল টিপ নিয়ে করো না খেলা।

লাল টিপে নারীর নারীত্ব বাড়ে
লাল টিপে নারীর জড়তা হারে,
লাল টিপ নারীর স্বাধীনতার চিহ্ন
লাল টিপ পরা নারী নারী থেকে ভিন্ন।

লাল টিপ পরা নারী ধর্মের খোলস পরে না,
লাল টিপ পরা নারী তো মানুষ তা কেন বোঝ না?
লাল টিপ পরা নারী বাঙালির সংস্কৃতি করে বহন
লাল টিপ পরা নারী পরাধীনতা করে দহন।

লাল টিপ নারী পরলে সমস্যা কই
লাল টিপ নিয়ে কেন এ্যাত্ত হৈ-চৈ!
লাল টিপ নারীর বাড়ায় শক্তি
লাল টিপ মানুষের দূর করে বিভক্তি...

২০.
স্রষ্টালাপ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে স্রষ্টা আমি জানি না
কবে তুমি আমাকে পাঠাবে যমালয়?
যবে হোক যখন হোক
যমালয়ে পাঠানোর আগে আমাকে
সত্যিকারের মানুষ বানিয়ে পাঠিও
যে মানুষ নিষ্পাপ থাকে।

হে স্রষ্টা আমি জানি না
তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি কি ?
হে স্রষ্টা তোমার পৃথিবীতে অনেক ধর্ম
হিন্দু, মুসলিম, বৌদ্ধ,খ্রিশ্চান, আরো
কত যে....

হে স্রষ্টা আমি জানি না
তুমি কোন ধর্মে?
তুমি কোন ধর্মে বসবাস করো
কোন ধর্ম তোমার আশীর্বাদ পেয়েছে?

হে স্রষ্টা আমি জানি না
কোন ধর্মে তোমায় খুঁজে পাবো?
আজকাল সব ধর্ম
ধর্ম নিয়ে ব্যবসা করে
ধর্ম নিয়ে ক্ষমতার মসনদ বসে
ধর্মে নিয়ে একে-অপরকে খুন করে?

হে স্রষ্টা আমার মনে হয় না
তুমি ধর্মে বসবাস করো?
আমার মনে হয় কোন ধর্মেই
তুমি নেই....

২১.
ধর্মটা মানুষের বড় শত্রু
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্মটা মানুষের বড় শত্রু
জানে না কেউ,
ধর্ম রোগে আক্রান্ত হয়ে
একে-অপররের সঙ্গে করি ঘেউ ঘেউ।

কেউ আমরা মন্দির ভাঙ্গি
কেউ ভাঙ্গি মসজিদ,
মানুষ হয়ে মানুষের ক্ষতি করি
দেখি ধর্মের হার-জিত।


ধর্মের বর্ম পরে
মানুষে মানুষ করি লড়াই,
আসলে আমরা কি মানুষ
কোন গুণে করি মনুষ্যত্বের বড়াই?

নিজ ধর্ম কে শ্রেষ্ঠ করতে
আমরা মানুষ ব্যস্ত,
এসো বিধর্মী মারি, নাস্তিক মারি
তবে-ই ধর্ম আমাকে স্বর্গে করবে ন্যস্ত...

২২.
উগ্রতা ধর্মে হয় চাষ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

উগ্রতা ধর্মে হয় চাষ
উগ্রতার জন্য মানুষ হচ্ছে নাশ।
উগ্রতা বন্ধ করো
ধর্মে কিংবা কর্মে
উগ্রতা শেষ করবে মানুষ কে
লেখা আছে তার সারমর্মে।

উগ্রতা কে সঙ্গে নিয়ে হয় না
কেউ সফল,
উগ্রতা মানুষ খায়
দেখাও না আর উগ্র বল।

উগ্রতা ছড়িয়ে
মানুষের করো না ক্ষতি,
উগ্রতা একদিন তোমাকে-ও খাবে
থাকবে না তোমার মনুষ্য জ্যোতি...

২৩.
যে প্রকৃত মানুষ সে কভু ধর্মের পথে নাহি রয়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম মানুষের নয়
ধর্মে মানুষের ক্ষয়
ধর্ম বাঁচাতে মানুষ
একে -অপরের শত্রু হয়।

ধর্ম মানুষের নয়
ধর্মে মানুষের হবে লয়।
ধর্ম মানুষের ভয়
স্বর্গে লাভের আশায়
মানুষ ধর্মের  কথা কয়।

ধর্ম মানুষের নয়
ধর্ম মানুষের বড় শত্রু
যে প্রকৃত মানুষ
সে কভু ধর্মের পথে নাহি রয়....

২৪.

নারী বেহেশত
- ফাইয়াজ ইসলাম ফাহিম


নারী বেহেশত
নারীতে সকল শান্তি মেলে,
নারী আছে বলেই
এই পৃথিবী চলে....

২৫.
ধার্মিকরা প্রকৃত লোভী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধার্মিকরা প্রকৃত লোভী
স্বর্গের আশায় হুরের আশায়
হয়ে উঠে ধর্মের রবি
সত্য বলতে ধার্মিক ব্যক্তির মাঝে লুকিয়ে থাকে লোভী....

২৬.
বেহেশতের আশে মসজিদ করি বাহারি রঙ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বেহেশতের আশে মসজিদ করি বাহারি রঙ্গ
গরিব অসহায় না খেয়ে মরে হয়ে সঙ,
আমরা মুসলিম বেহেশতের লোভে বিভোর
করছি না তো স্রষ্টার সাথে মেকি ঢঙ্গ?

২৭
ধর্ম ব্যবসা চলছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম ব্যবসা চলছে
কঠিন হৃদয় গলছে,
ধর্ম ব্যবসা চলছে
সাম্প্রদায়িক বাজারে আগুন জ্বলছে।

ধর্ম ব্যবসা চলছে
রাজনৈতিক দল ধর্ম কে দলে দলে দলছে,
ধর্ম ব্যবসা চলছে
বাক স্বাধীনতায় বিরূপ প্রভাব ফেলছে।

ধর্ম ব্যবসা চলছে
ধর্ম ব্যবসায়ী মৌলভী,পুরোহিত,বৌদ্ধ ভিক্ষুক, আচার্যের
পেট ফুলছে।

ধর্ম ব্যবসা চলছে
ধর্মান্ধ অনুসারী
ধর্মের নেশায়
দুলছে
ধর্ম ব্যবসা চলছে.....

২৮.
ধর্ম মানেই বিভেদ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম মানেই বিভেদ
ধর্ম মানে হানাহানি
আজকে আল আকসা
কালকে বাবরী মসজিদ
পরশুতে হিন্দুর মন্দির নিয়ে টানাটানি।

ধর্ম মানেই বিভেদ
যদিও তাদের ধর্মগ্রন্থে নেই বিভেদ
কেচ্ছা লেখা,
তবে কেন আজ বিশ্বব্রহ্মাণ্ডে অহরহ ধর্মের বিভেদ দেয় দেখা।

২৯.
হে নারী এসো একবার নষ্ট হই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে নারী এসো একবার নষ্ট হই
তোমার আমার কষ্টগুলো বানাই প্রেমের খঁই,
হে নারী এসো একবার নষ্ট হই
নৈঃসঙ্গ্য জীবন থেকে মুক্তি লই।

হে নারী এসো একবার নষ্ট হই
টইটম্বুর যৌবন নদীতে তুমি-আমি ডুবে রই,
হে নারী এসো একবার নষ্ট হই
ধর্মের রঙিন চশমা খুলে
ভালবাসার দেব-দেবী হই।

হে নারী এসো একবার নষ্ট হই
অচলায়তন সমাজে ভালবাসার বোমা নিক্ষেপ করি
করুক তারা হৈ চৈ
হে নারী এসো একবার নষ্ট হই।

৩০.
হুজুরদের কান্ড দেখলে হাসি পায়
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হুজুরদের কান্ড দেখে পায় শুধু হাসি
ধর্ম নিয়ে কর্ম নাই,
টুপির তলে শয়তান নিয়ে করে নাচানাচি।

শিয়া- সুন্নী
ঘৃর্ণা - ঘূর্ণি,
চরমোনাই পীর - ছাগু পীরের ফোঁসফোঁসানি

ধর্মশীলা দলের যৌবন নিয়ে টানাটানি
জাকির নায়েক,দেওয়ানবাগীর
ছবি বিকৃত নিয়ে হানাহানি
ধর্ম নিয়ে কর্ম নাই গীবত নিয়ে কানাকানি।

কাওমী হুজুর- তেঁতুল হুজুরের
প্যান প্যানানি,
রাস্তা অবরোধ, বিক্ষোভ
ধর্মের ভিত্তি ঠিক না করে
ঘ্যান ঘ্যানানি।

হুজুররাই ইসলাম ধর্মের বাজাইছে রারোটা
নিজের ভিত্তি ঠিক না করে,
ধর্ম কে ১৪ ভাগ করে
খায় লুচ্ছার পরোটা?

হুজুররা একজোট না হয়ে
করতেছে শয়তানের লালন,
ওরাই নাকি ধার্মিক
ইমলাম ধর্ম করে নাকি পালন?


Post a Comment