বিরহের কষ্টের কবিতা।অবহেলার কষ্ট কবিতা।বুক ফাটা কষ্টের কবিতা

চাপা কষ্ট
- রতন


বাইরে টিপটিপ বৃষ্টি পরছে
আমার চোখ থেকে ঝরছে অবিরাম ধারায়
এর যেন শেষ নেই।
জানিনা সৃষ্টিকর্তা আমার জীবনটা কেনো
যে মরুভুমির মত করে দিলেন।

আমি আজ যে দিকে তাকাই
সেদিকেই অন্ধকার দেখি
কোনো আলো নেই আমার জীবনে।
কিন্তু এমনতো হবার কথা ছিল না
তবে কোনো এমন হলো ?

তিলে তিলে আমি নিজেকে নিঃশেষ করে চলছি
জানিনা মরণ কখন আসবে, সহজে আসবেনা
এত দুঃখ যার ভাগ্যে তার মরণ নেই সহজেই।
আমি তো মরেছি অনেক আগেই
এভাবে বেঁছে থাকা যে মূত্যুরই নামান্তর।

এক এক বার ইচ্ছে করে আত্নহত্যা করতে
কিন্তু তাও পারি না
আমার জীবনের আশা আকাঙ্খা সব শেষ হয়ে গেছে
ব্যাথা ভরা জীবনটা আর কতদিন বয়ে বেড়াব
তুমি আমাকে মূত্যু দাও খোদা।

ও খোদা আমি আর পারছিনা এ জীবনের ভার বইতে
তুমি আমার ভাগ্যটা কেন এমন করে লিখলে ?
আধারের শেষে আলো আসে জানি
কিন্তু আমার জীবনের আধারের অবসান কবে হবে?


ফেরীঅলা
— হেলাল হাফিজ


কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট
কষ্ট নেবে কষ্ট ।
আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।

বেশি কষ্টের ছোঁয়া

তুমি রঙিন পূর্বের
রঙিন কোন পুতুল।
আমি মন দিয়ে তোমায়
করেছি অনেক বিরাট ভুল।
তুমি আকাশ পাতাল ব্যবধানে
আজ গড়েছ জীবন।
তোমার দেখা না হলে
হতো না মনেরই মরণ।

চাইলে তুমি দিতে পারো
আরো বেশি কষ্টের ছোঁয়া।
যখন দুঃখের কোলে ভিড়ল
আমার সুখেই খেয়া।
ক্ষতি যতটা করেছ
তা কোনদিনও হবেনা পূরণ।

দিয়েছো জীবনে দুঃখ বিরহের
এক নীল আকাশ।
তোমার বিরহে এ বুক
কেঁদে কেঁদে তাই হতাশ।
কষ্ট যত দিতে পারো
ভুল করেছি যখন।

তুমি চাইলেই পারতে
আমার হয়ে যেতে।
আকাশের দিকে তাকিয়ে
এক বুক ভালোবাসা পেতে।
আমার সুখে সুখি আমি
তোমার দুঃখে দুঃখী।

তোমার অবহেলা
- রতন


তোমার অবহেলা আমাকে কতটা কাঁদায়
তুমি কখনো অনুমানও করতে পারবে না।

চোখের কোনের জল হয়ত দেখতে পার
তবে মনের গহীনে জমে থাকা কালো মেঘ

যার সাথে আমার নিত্যদিনের লেনাদেনা
যার সাথে আমার বন্ধুত্ব হয়েছে চিরচেনা

যে মেঘ অন্তরে বৃষ্টি হয়ে ঝরছে প্রতিনিয়ত
কষ্টের সাগরে আমাকে ভাসিয়ে নিয়ে চলছে

যাকে বাইরের চোখ দিয়ে দেখা যায় না
ছোঁয়া যায় না দুহাত দিয়ে আগলে ধরেও

সেই মেঘ কখনো স্পর্শ করতে পারবে না
তোমারি অবহেলায় সেই মেঘের যে সৃষ্টি।

কাঁদাতে আসিনি তুমায়
- বিদায় বেলা 


আমি কাঁদাতে আসিনি তুমায়!
গাইতে আসিনি বিদায়ের গান।

আমি বিভোর প্রেমে মগ্ন হয়ে
তুমারী স্নেহভরে,
হতে চেয়েছি
স্বীয় চোঁখের জ্বলে অম্লান,
গাইতে আসিনি বিদায়ের গান।।

আমি সকল সুখ,
আশা ভালোবাসা,
উজার করে হঠাতে চেয়েছি
তুমার সকল কষ্টের অবসান,
গাইতে আসিনি অশ্রুঝরা বিদায়ের গান।।

আমি ঐ মায়াবিনী ঠুটে
কাঁদো কাদোঁ মুখে ঘটাতে আসিনি ঐ
হরীণী চোঁখে আখিঁ ছল-ছল

আমি তো এসেছিলাম,
সুখগুলো করে নিলাম
অনাদরে চিত্তভরে,
প্রকৃতির সাথে বিলীন হয়ে যেতে।
শুধাতে আসিনি হায়, দাও হে বিদায়,
গাইতে আসিনি বিদায়ের গান।

কাদাতে আসিনি
ঐ কাজল কালো নয়ন।
বলতে এসেছি শুধু ঐ গোলাপি ঠোঁটে
বুক ফাটা কান্না নয়
মুক্তা-ঝরা হাসি শুধুই শুভা পায়।
শুধাতে আসিনি দাও হে বিদায়

Post a Comment