কোরআনে বিয়ে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, কারণ ইসলাম ধর্মে বিয়েকে একটি পবিত্র বন্ধন ও গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে দেখা হয়। এখানে কিছু উল্লেখযোগ্য আয়াত তুলে ধরলাম:
১. সূরা রূম (৩০:২১):
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
অনুবাদ:
"তাঁর নিদর্শনাবলির মধ্যে একটি হলো—তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে।"
২. সূরা আন-নিসা (৪:১):
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ
অনুবাদ:
"হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং সেখান থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং উভয় থেকে বহু পুরুষ ও নারী বিস্তৃত করেছেন।"
৩. সূরা আন-নূর (২৪:৩২):
وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
অনুবাদ:
"তোমরা তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও। যদি তারা দরিদ্র হয়, আল্লাহ তাঁর অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন। আল্লাহ সর্ববিষয়ে সমৃদ্ধ এবং সবকিছু জানেন।"
৪. সূরা আল-বাকারা (২:২২১):
وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ
অনুবাদ:
"তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে।"
৫. সূরা আন-নূর (২৪:৩):
الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً ۖ وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى الْمُؤْمِنِينَ
অনুবাদ:
"ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারী বা মুশরিক নারীকে বিয়ে করে এবং ব্যভিচারী নারী কেবল ব্যভিচারী বা মুশরিক পুরুষকেই বিয়ে করে। মুমিনদের জন্য এটা হারাম করা হয়েছে।"