গারকাদ গাছ নিয়ে হাদিস।গারকাদ গাছ সম্পর্কে হাদিস

গারকাদ (আরবিতে: غَرْقَد) গাছ সম্পর্কে কয়েকটি হাদিস আছে, যা সাধারণত কিয়ামতের আলামত ও ইয়াজুজ-মাজুজ বা দাজ্জালের যুগের ঘটনা সম্পর্কিত হাদিসগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ইহুদিদের প্রসঙ্গে এক বিখ্যাত হাদিস রয়েছে, যেখানে বলা হয়েছে সব গাছ এবং পাথর ইহুদিদের লুকিয়ে পড়ার কথা বলবে, তবে গারকাদ গাছ সে কথা বলবে না।

হাদিস:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

«لا تَقُومُ السَّاعَةُ حتَّى يُقاتِلَ المُسْلِمُونَ اليَهُودَ، فيَقْتُلُهُمُ المُسْلِمُونَ، حتَّى يَخْتَبِئَ اليَهُودِيُّ مِن وَرَاءِ الحَجَرِ وَالشَّجَرِ، فيَقولُ الحَجَرُ أَوِ الشَّجَرُ: يا مُسْلِمُ! يا عَبْدَ اللَّهِ! هذا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعالَ فَاقْتُلْهُ، إلَّا الغَرْقَدَ، فإنَّهُ مِن شَجَرِ اليَهُودِ.»

অনুবাদ:

"কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। তখন মুসলমানরা তাদের হত্যা করবে, এমনকি কোনো ইহুদী যদি কোনো পাথর বা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, তখন পাথর বা গাছ বলবে: 'হে মুসলিম! হে আল্লাহর বান্দা! এই ইহুদী আমার আড়ালে লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো।' তবে গারকাদ গাছ এটা বলবে না, কারণ এটা হলো ইহুদিদের গাছ।"


— সহীহ মুসলিম, হাদিস: ২৯২২

ব্যাখ্যা:

এই হাদিস ভবিষ্যতের একটি বড় ঘটনা ও আলামতের মধ্যে পড়ে।

গারকাদ গাছকে "ইহুদিদের গাছ" বলা হয়েছে, সম্ভবত তাদের পছন্দ বা তাদের দ্বারা রোপিত গাছ হিসেবে।

তবে এই হাদিসের মাধ্যমে গারকাদ গাছের কোনো দুনিয়াবি গুণাগুণ বা আধ্যাত্মিক গুরুত্ব বোঝানো হয়নি। এটি বিশেষ আলামত হিসেবে এসেছে।

বিস্তারিত:

#গারকাদ বৃক্ষ: ইহুদীদের প্রাণ বাঁচানোর একমাত্র আশ্রয়স্থল/ কেন ইহুদীরা গারকাদ বৃক্ষ রোপণ করছে,

কেন ইহুদীরা গারকাদ বৃক্ষ রোপণ করছে, কেননা

#হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা:) বলেছেন, “মুসলমানরা ইহুদীদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মুসলমানরা ইহুদীদের হত্যা করবে। এমনকি ইহুদীরা পাথর ও গাছের আড়ালে লুকাবে। তখন পাথর ও গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই যে আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে; তুমি এসে ওকে হত্যা করো। তবে ‘গারকাদ’ বলবে না। কেননা, সেটি ইহুদীদের গাছ।” (সুনানে মুসলিম,  ২২৩৯)

পাথর ও বৃক্ষকুলের বাক্যালাপ - কেয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন। তবে গারকাদ বৃক্ষ -ইহুদীদের রোপিত হওয়ায় কোন কথা বলবে না। কেননা ইহা ইহুদীদের গাছ

ইয়াহুদিদের বাচতে ফিলিস্তিন আশ পাশের বড় এলাকা জুড়ে গারকাদ বৃক্ষ রোপণ করা হয়েছে। কারন তারা হাদিস কুরান নিয়ে অনেক গবেশনা করে। তারা জানে এটা তাদের আশ্রয় স্থল  ইয়াহুদিরা এই বৃক্ষের ভিতর লুকাবে 

ইহুদীদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন। তারাও ইহুদীদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইসরাইল যখন গোলান পর্বতমালায় দখল প্রতিষ্ঠা করেছে, তখন থেকেই তারা ওখানে ‘গারকাদ’ বৃক্ষ লাগাতে শুরু করেছে। এছাড়াও তারা স্থানে স্থানে এই গাছটি রোপণ করছে।

ইহুদীরা ফিলিস্তিন সীমান্তে ‘গারকাদ’ বৃক্ষ লাগাতে শুরু করেছে। মালহামা বিশ্ব যুদ্ধে যখন ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকবে তখন গারকাদ বলবে না কেননা ইহা ইহুদীদের গাছ

এই হাদিসের ভবিষ্যত বানী ও ইহুদীদের গারকাদ বৃক্ষ রোপন থেকে প্রতিয়মান হয় যে, অভিশপ্ত ইহুদী জাতীর পতন অতিনিকটে

ফিলিস্তিন আশ পাশের বড় এলাকা জুড়ে গারকাদ বৃক্ষ রোপণ/ বায়তুল মুকাদ্দেস দখল কেয়ামতের আর একটি বড় আলামত প্রকাশ ই বলে দেয় সামনে যে ইমাম মেহেদির যুগ আসতেছে তাদের এই কাজ গুলাই প্রমান, সাথে অন্য আলামত গুলা ত আছেই

Post a Comment